মুশফিকের শতকই সান্তনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : দুর্দান্ত প্রতাপে এগুচ্ছিল টাইগাররা। মাহমুদুল্লাহ তুলে নিয়েছিলেন ফিফটি। সঙ্গী ছিলেন মুশফিক। দুজনের ব্যাটিং সমীকরণে জয়ের স্বপ্ন দেখছিল টিম বাংলাদেশ।কিন্তু মাহমুদুল্লার ৬৯ করে আউট আর সাব্বিরের আসা যাওয়ার খেলায় জয়ের আসায় গুরেবালি।

শেষবেলা এসে মুশফিক তুলে নিলেন তার ব্যাক্তিগত শতক।  ৯৭ বলে ১০২ রানে থাকেন অপরাজিত। কোন বিশ্বকাপে এটাই মুশফিকের প্রথম শতক।

অজিদের বিপক্ষে আজ নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামে বাংলাদেশ। সেমি ফাইনালে যাবার পথে আজ প্রয়োজন ছিল জয়ের। কিন্তু তীরে এসে তরী আর ভিড়ল কই।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক। শুরুতে ব্যাট করে ৩৮২ রানের বড় স্কোর পায় অস্ট্রেলিয়া।

প্রথমে সাকিব-তামিম ও পরে মুশফিক-মাহমুদুল্লার হাত ধরে জয়ের সম্ভাবনা দেখছিল টাইগাররা। প্রয়োজন ছিল একটা অতিমানবীয় টোর্নেডো ইনিংস এর। কিন্তু এর কোনটাই করতে পালল না টাইগার ব্যাটসম্যানরা। ফলে ক্যাঙ্গারুদের পিছু ছুটে হার মানতে হলো টাইগারদের।

add-content

আরও খবর

পঠিত