মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে করোনা মহামারিতে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা সহ সদ্য প্রয়াত বীর মুক্তিযুদ্ধা যুদ্ধকালীন কমান্ডার আমিনুর রহমান এর স্মরণে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই শুক্রবার বিকালে সাড়ে ৫ টায় বন্দর খেয়া ঘাট সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বক্তব্যকালে বলেছেন, করোনা এমন একটি রোগ যার এখনো পর্যন্ত কোন চিকিৎসা নেই। তবে আমাদের পবিত্র কোরানে এ রোগ থেকে বাচার যথেষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। আমাকে বাচতে হবে আমার জন্য যাতে পরিবারের সমাজের কোন ক্ষতি না। নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতাল আজকে ১৫০ শয্যা যেটা করোনা হাসপাতালে। এখানে কিছুই ছিল না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শে আমরা আইসিইউ পেয়েছি, পিসিআর ল্যাব পেয়েছি। যার ফলে এই ভাইরাস যখন চলে যাবে তখন হয়তো হার্টের রোগীরাও বিনা চিকিৎসায় মারা যাবেন না। হাসপাতালটিতে এমন পরিস্থিতি হয়েছিল যেখানে দেখা গেছে আমি উপস্থিত থাকার পরেও লুটপাট হয়েছে। এসব কিছুর প্রতিবাদে একটি মানুষ ছিল যার মানুষ মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম। আমাকে সঠিক নির্দেশনা দেওয়ার মত একটি মানুষ ছিলেন যিনি আমিনুল ইসলাম। আমার মুরুব্বি হিসেবে একজন ছিলেন তিনি আমার সাত্তার ভাই। আমাদের সদর এলাকা থেকে ১৫ জন মুক্তিযোদ্ধা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। অনেক বেচে থাকলেও আমরা একত্রে বসে দোয়া করতে পারছি না। আমাদের চিন্তা আমাদের ভবিষ্যত প্রজন্মকে নিয়ে। আপনারা জানেন আমার অনেক গুলো স্কুলের শিক্ষার্থীদের সাথে সুসম্পর্ক আছে। ওরা লেখাপড়া করতে চায়। যাদের বেশির ভাগ শিক্ষার্থীর বাবা বিদেশে আছে তারা কষ্টে আছে। এখানে আমাদের অনেকের মনে হতে পারে আমরা অনেক কষ্টে আছি। আমি বলবো আমরা কষ্টে নাই আমাদের সবার বয়স ৬০ বছরের উর্ধে আমরা এখনো আল্লাহর রহমতে বেচে আছি। আমাদেরকে সাবধান হতে হবে। সচেতন হতে হবে, পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার ও জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মেহাম্মদ আলী, নারায়ণগঞ্জ সদর উপেজলা নির্বাহীর কর্মকর্তা নাহিদা বারী, সদর উপজেলা ইউনিট কমান্ডের কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, সাবেক ডেপুটি কমান্ডার নুরুল হুদা সহ দেড় শতাধিক মুক্তিযোদ্ধা দোয়ায় অংশ নিয়েছেন। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে জেলার সদর, বন্দর, আড়াইহাজার, রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলায় পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

add-content

আরও খবর

পঠিত