মুক্তারকা‌ন্দী আদর্শ স্কু‌লের কনা ধরারও সাহস করবেন না : সভাপতি আক্তার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মুক্তারকান্দী আদর্শ উচ্চ বিদ্যাল‌য়ের সভাপ‌তি, ত্রিধারা প্রোপা‌র্টিজ লি. এর চেয়ারম্যান বি‌শিষ্ট শিক্ষানুরাগী ও আন্তর্জা‌তিক ব্যাবসায়ী মো. আক্তারুজ্জামান আক্তার বলেছেন, শিক্ষা প্র‌তিষ্ঠান‌টি নি‌য়ে যারা নোংরা রাজনী‌তি ক‌রছেন তারা এই অপরাজনী‌তি করা থে‌কে বিরত থাকুন, নয়‌তো নি‌জের কপা‌লে নি‌জেই বিপদ ডে‌কে আন‌বেন। আপনারা বিদ্যাল‌য়ে এ‌সে অনুষ্ঠা‌নের স্টেজ ভাঙ‌তে চেয়েছেন। বিদ্যাল‌য়ে এ‌সে বিদ্যাল‌য়ের এক‌টি কনা ধরারও সাহস কর‌বেন না। আজ‌কে অজপাড়াগাঁয়ে অব‌স্থিত এই মুক্তারকা‌ন্দি স্কু‌লকে সারা নারায়ণগ‌ঞ্জের মানুষ চি‌নে। যেই স্কু‌লের শিক্ষার্থীরা ভা‌লো রেজাল্ট ক‌রে নারায়ণগঞ্জবাসী‌কে স্কুলটি চেনালো আ‌মি অবাক হ‌য়ে যাই সেই শিক্ষার্থী‌দের ম‌নের খোড়াক এই ক্রিড়া অনুষ্ঠান ভুন্ডুল করার সাহস আপনাদের হয় কিভাবে?

শ‌নিবার (২৩ মার্চ) বি‌কে‌লে মুক্তারকান্দী আদর্শ উচ্চ বিদ্যাল‌য়ের বা‌র্ষিক ক্রিড়া প্র‌তি‌যোগীতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে একথা ব‌লেন তি‌নি।

‌শিক্ষার্থী‌দের উ‌দ্দে‌শ্যে আকতারুজ্জামান ব‌লেন, তোমা‌দের সকল চাওয়া পাওয়া আ‌মি পূরণ করার চেষ্টা ক‌রে‌ছি। তোমাদের কা‌ছে আমার আহ্বান তোমরা ভা‌লো রেজাল্ট এ‌নে যারা তোমা‌দের স্কু‌ল নি‌য়ে চক্রান্ত কর‌ছে তা‌দের দাঁত ভাঙ্গা জবাব দিবে।

‌ডিক্রীরচর এলাকার বি‌শিষ্ট ব্যাবসায়ী ও সমাজ‌সেবক আলহাজ্ব এবা‌য়েদ উল্লাহর সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত উক্ত অনুষ্ঠা‌নে আরো উপ‌স্থিত ছি‌লেন, মুক্তারকান্দী পঞ্চা‌য়েত ক‌মি‌টির সভাপ‌তি আলহাজ্ব জয়নাল আবেদীন, স্কু‌লের প্র‌তিষ্ঠাতা হাজ্বী শহিদুল্লাহ, স্কু‌লের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সদস্য সালাউ‌দ্দিন, ওবা‌য়েদউল্লাহ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যা‌ক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত