মিঠুনের হ্যাটট্রিক, মহসিন ক্লাবের কাছে হারলো প্রকাশ ক্লাব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : শুরুতেই গোল পেলে যা হয় তাই হয়েছে। বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে শিরোপা প্রত্যাশী মহসিন ক্লাব। তারা ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রকাশ ক্লাবকে। ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত নাসিম ওসমান স্মৃতি ১ম বিভাগ ফুটবল লীগে এদিন নিজেদের শক্তি বাড়িয়ে মাঠে নামে মহসিন ক্লাব। প্রথম ম্যাচে মহসিন ক্লাব পূর্ণ ৩ পয়েন্ট পেলেও প্রকাশ ক্লাব লড়াই করে হেরেছিল গোদনাইল ক্রীড়া প্রশিক্ষনের কাছে। জিততে হবে টিকে থাকার জন্য প্রকাশ ক্লাবকে।

কারণ তারা যে গ্রুপে সেটির নাম -ডেথ গ্রুপ – গোদনাইলের সাথে প্রকাশ যে খেলাটা খেলেছে তার ছিটেফোটাও দেখাতে পারেনি এদিন। না পারারই কথা। কারণ সে সুযোগ  তাদের দেয়নি মহসিন ক্লাব। মাত্র ৬ মিনিট গড়িয়েছে খেলা। আক্রমণে মহসিন ক্লাব। মাঠের উত্তর-পূর্ব কোণ থেকে উড়ে আসা বলে প্রচন্ড ভলিতে অধিনায়ক মিঠুন বোকা বানান প্রকাশের কিপার সাঈদকে ১-০। দ্রুত গোল পেয়ে মহসিন ক্লাব সন্তুষ্ট তা মনে হয়নি। আক্রমনের মাত্রা বাড়ায় তারা। ১৪ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে আবার প্রকাশের জাল কাপান আব্দুল্লাহ পারভেজ ২-০। গোল খেয়ে প্রকাশ দমে না গেলেও গোল শোধ করার মত আক্রমণ গড়তেও পারেনি। উল্টো ৪০ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন মিঠুন ৩-০।

বিরতির পর মিঠুনের হ্যাটট্রিকের পালা। সময় বেশি নেয়নি। ৫০ মিনিটের মাথায় মিঠুন হ্যাটট্রিক পূর্ণ করেন ৪-০। প্রকাশ ক্লাব বড় ব্যবধানে শুধু পিছিয়ে পড়েনি মহসিনের ষ্ট্রাইকার মিঠুনের সাথে সংঘর্ষে তাদের অধিনায়ক কিপার সাঈদ আহত হয়ে মাঠও ছাড়েন। চার গোল পেয়ে মহসিন ক্লাব কিছুটা ঢিলেঢালা খেললেও প্রকাশ ক্লাবকে কোন গোল দেওয়ার সুযোগ দেয়নি। মহসিন ক্লাব দু’ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট আর প্রকাশ ক্লাব দু’ম্যাচে শূণ্য পয়েন্ট।

মহসিন ক্লাব : সোহেল, কাওছার, জাফরুল, নয়ন, রাজিব (প্রান্ত), পারভেজ, রাজন, জিকন, তপু, মিঠুন (অধিনায়ক), ফজল মাহমুদ (বিপ্লব)।

প্রকাশ ক্লাব : সাঈদ (শওকত) আরিফ, ভক্ত, আ: কাদির, জাহিদ (মাহফুজ), সম্রাট, দুলাল (রিফাত), আতিক, জুয়েল, শাহজাহান, সবুজ (নুরুজ্জামান)

রেফারী  : আনিছুর রহমান সাগর, ফেরদাউস, নুরুজ্জামান, জোহার।

১০ নভেম্বর শনিবারের  খেলা : শুকতারা জুনিয়র ক্রীড়া চক্র ও সিরাজউদ্দৌলা ক্লাব ( বেলা ২-৩০ মি.)
স্থান : ওসমানী পৌর স্টেডিয়াম, নারায়ণগঞ্জ ।

add-content

আরও খবর

পঠিত