মাসদাইরে ৩জনকে কুপিয়ে আহত, থানায় অভিযোগ

নারায়ণগহ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় রিক্সা ব্যবসায়ী মালেকের ছেলে পারভেজ, আদনান, অনিক, সৈকত, বাপ্পি ও পায়েল পূর্ব শত্রুতার জের ধরে দক্ষিণ মাসদাইর ঘোষেরবাগ এলাকায় মৃত বিল্লাল মিয়ার ছেলে হৃদয়(২৩) কে সহ রাব্বি ও জনি কুপিয়ে মারাত্মক আহত করে। হৃদয়কে আহত অবস্থায় খানপুর হাসপাতালে জিম্মি করে রাখে। বুধবার  (৫ই সেপ্টেম্বর) মাসদাইর এলাকায় এ ঘটনাটি ঘটে।

এলাকার সমাজসেবক ও হৃদয়ের বড় ভাই সাব্বির আলম খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের ধারস্ত হন এবং এস.আই শহিদুলকে নিয়ে খানপুর হাসপাতাল থেকে আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। হৃদয়ের মাথায় ৬টি সেলাই সহ দুটি দাঁত বিচ্ছিন্ন হয়ে যায়ও শরীরের বিভিন্ন স্থানে যখম হয়। এছাড়াও আহত রাব্বি ও জনি চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। এ ব্যাপারে সাব্বির আলম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার রিক্সা ব্যবসায়ী মালেক মিয়ার ছেলে জিনি একজন রিক্সাওয়ালাকে পিঠিয়ে হত্যা করেছিলেন। সেই পারভেজ তার সহযোগী আদনান, অনিক, সৈকত, বাপ্পি ও পায়েল অভিযোক্ত করে থানায় অভিযোগ করা হলেও আসামীরা কেউ গ্রেফতার হয়নি। উক্ত আসামীরা প্রত্যেকেই মাদকাশক্ত সর্দার বাড়ী জামে মসজিদ এলাকায় আলাউদ্দিন মাহাজনের জায়গায় রিক্সার গ্যাজে  তাদের আড্ডা ও মাদক সেবন চলে হর হামেসায়। এছাড়াও আদনান, অনিক, সৈকত, বাপ্পি ও পায়েল একের পর এক অপরাধ করলেও পারপেয়ে যায়।

এলাকাবাসী জানায়, ৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর সাব্বিরের ভাই রাব্বি ও হৃদয় হোন্ডা যোগে বাসা থেকে বের হয়ে মাসদাইর বাজার আসার পথে জামালের গ্যাজ এলাকায় তাদের আটক করে পারভেজদের রিক্সার গ্যারেজে নিয়ে যায়। খবর পেয়ে সাব্বির সহ এলাকাবাসী তাদের খোজ করতে গেলে তাদের উপরও অতর্কিত হামলা চালায়।  এই অনিক স্থানীয় কথিত আওয়ামীলীগ নেতা হিরনের ছেলে অনিক। তাদের অপকর্মের প্রতিবাদ করায়ই ঘোষেরবাগ নিবাসী ও তরুন সমাজসেবক সাব্বির আলমকে হেয় প্রতিপন্য করার জন্য কতিপয় সাংবাদিক ভাইদের নিকট মিথ্যা তথ্য দিয়ে তার নামে সংবাদ প্রকাশ করায় উক্ত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাব্বির আলম বলেন উক্ত ঘটনায় থানা পুলিশ তদন্ত করে সত্যতা পেয়েছে ও পুলিশ আহত আবস্থায় হৃদয়কে উদ্ধার করে নিয়ে আসে। দ্রুত অভিযুক্ত আসামীদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাই।

add-content

আরও খবর

পঠিত