নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে ব্যবসায়ী রনিকে পিটিয়ে আহত চাদাঁ দিতে অস্বীকার করায় মোবাইল রির্চাজ ব্যবসায়ী গোলাম মোস্তফা রনিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। রনির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তার স্বজনরা।
তাদের অভিযোগ, রনিকে সন্ত্রাসী আল-আমিন হকিষ্ট্রিক দিয়ে পিটিয়েছে। রনির অবস্থা আশংক্ষা জনক । তার বুকে পিঠে প্রচুর আঘাত রয়েছে।
আল আমিন এর পিতা আহসান উল্লাহ। মাসদাইর কেরামত মিস্ত্রীর বাড়ীতে থাকে। এই আল আমিন একের পর এক অপরাধ করে পাড় পেয়ে যাচ্ছে। আল আমিন প্রায়ই রনির কাছে টাকা চাইতে যায় । ঘটনার দুই দিন আগে আল আমিনের বাসায় ডিবি পুলিশ হানা দেয়। সেই অভিযানের সাথে রনির যোগ সাজস আছে বলে সন্দেহ করে তাই আল আমিন দলবল নিয়ে রনির উপন হামলা চালায় ও পিটিয়ে মারাত্মক আহত করেছে।
এ ব্যাপারে তার শাশুড়ি ফতুল্লা থানায় আল আমিন সহ অজ্ঞাত আরো ৪-৫ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছে।