মানুষের দাম বাড়েনি !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন ) : দ্রব্যমূল্যের দাম হু হু করে বেড়েই চলেছে। করোনা মহামারি আসার পর পুরো বিশ্বেই স্বাভাবিকের তুলনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা গেছে। তবে এই হার যেন এখন আকাশচুম্বী। দেড় বছর করোনার ধকল সামলে উঠার আগেই নতুন করে বিপাকে পড়ছে স্বল্প ও মধ্য আয়ের সাধারণ পেশার মানুষ। সরকারীভাবে একাধিকবার বাজার মনিটরিংয়ের মাধ্যমে মূল্য স্বাভাবিক রাখার চেষ্টা করলেও কিছু অসাধু ব্যবাসায়ীদের কারণে তা ঠেকানো যাচ্ছেনা।

কয়েক মাস ধরেই ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে নিত্যপণ্যের দাম। বর্তমানে এমন কোনো পণ্য পাওয়া যাবে না, যার দাম বৃদ্ধি পায়নি। সাধারণের ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে জনজীবনে নেমে এসেছে চরম হতাশা। কারণ সে হিসেবে বাড়েনি মানুষের আয়ের পরিমান।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে দিগুবাবু বাজারের এক ব্যবসায়ীর সাথে কথা হয়। তিনি জানান, সোয়াবিন তৈল ৫লিটার বোতল বিক্রি করছি ৭৭৫-৭৮০ টাকা। দেশী মশুরীর ডাল ১১৫ টাকা, হাইব্রিড মশুরীর ডাল ৯০টাকা। যা প্রতি কেজিতে মূল্য বেড়েছে ৪০-৫০ টাকা। গরম মশলা আগের মতই আছে। এরফান চাউল ৯৭টাকা, যা আগে ছিল ৯০টাকা। চিনি সর্বোচ্চ দর ৯০ টাকা। আর কি কি পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে? প্রতিবেদকের এমন প্রশ্ন শোনার পর ব্যবসায়ী আক্ষেপ করেই প্রশ্ন ছুড়ে বলেন, কোনটার দাম বাড়েনি ভাই? সবকিছুরই দাম বেড়েছে, তবে বাড়েনি মানুষের দাম।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজার করতে আসা একজন চাকুরীজীবীর কাছ থেকে বর্তমান নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিষয়ে পরিস্থিতি জানতে চাইলে তিনি জানান, কিছু বলাবাহুল্য। এখন বেশির ভাগ দ্রব্যের মূল্য ক্রেতাসাধারণের ক্রয়ক্ষমতার বাইরে। নিম্ন আয়ের মানুষ যা উপার্জন করছে তার পুরোটাই জীবনধারণের জন্য ন্যূনতম খাদ্যদ্রব্য ক্রয় করতেই শেষ হয়ে যাচ্ছে। স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ইত্যাদির জন্য ব্যয় করার মতো অর্থ তাদের হাতে অবশিষ্ট থাকছে না। মনে হয়, নিম্ন আয়ের সাধারণ মানুষকে মারার আরেক নাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।

এদিকে, বাজারগুলোতে প্রতি কেজি পেয়াজের দাম মাঝে একটু কম হলেও তা এখন ৩০-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলু ২০ টাকা কেজি। আধা প্রতি কেজি সর্বোচ্চ ১০০টাকা। রসুন ১২০টাকা। মাছের বাজারে প্রতি কেজি গলদা চিংড়ি ৮০০-১০০০ টাকা, শিং মাছ ৫০০ থেকে ৫৫০ টাকা, রুই ৪০০ টাকা, পাঙ্গাশ ১৬০টাকা, কাতলা ৪০০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, কাচকি ৩৫০ টাকা, মলা ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির ডিমের দাম এখন বেড়ে ৩৬-৩৮টাকা। গরুর মাংসের দাম ৫৫০ থেকে ৭০০ টাকা, খাসির মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি, বয়লার ১৫০ থেকে ১৭০ টাকা, লেয়ার ২৪০ থেকে ২৭০ টাকা।

add-content

আরও খবর

পঠিত