মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবীদের নিয়ে শাহ ফয়েজ এর ইফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি) : লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। বন্ধ রয়েছে অনেক প্রতিষ্ঠান। এতে করে নেই অনেকেরই উপার্জনের ব্যবস্থা। এসব অসহায়দের ঘরে ঘরে গিয়ে থাদ্য সামগ্রী দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ ফয়েজউল্লাহ ফয়েজ। আর তাকে সহযোগীতা করতে নিরালশ শ্রম দিয়েছেন নাসিক ১৩নং ওয়ার্ডে বিভিন্ন এলাকার দুইশতাধিক স্বেচ্ছাসেবী।

যারা সকলেই কেউ তার ছোট ভাই, বন্ধু, স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক। দুই মাসব্যাপী এই কর্মসূচীতে করোনা ঝুঁকি উপেক্ষা করে শাহ ফয়েজ উল্লাহর নির্দেশে তারা সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আত্ম মানবতার সেবায় নিয়োজিত সেসকল স্বেচ্ছাসেবীদের নিয়ে একসাথে ইফতার করলেন শাহ ফয়েজ। শনিবার (২৩ মে) সন্ধ্যায় জামতলা এলাকা্স্থ এস ভ্যালি ভবনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ বিষয়ে শাহ ফয়েজউল্লাহ ফয়েজ বলেন, করোনা সংকট প্রতিরোধে ও সাধারণ মানুষের পাশে দাড়ানোর জন্য আমরা বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছিলাম। সচেতনতামূলক প্রচারণা থেকে শুরু করে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ, ঘরে ঘরে খাদ্য পৌছে দিয়েছি। কখনো এক এলাকা, আবার কখনো আরেক এলাকা। এভাবে কখনো সকালে, কখনো রাতে ছুটে যেতে হয়েছে বিভিন্নস্থানে। প্রায় দুই থেকে তিন শত স্বেচ্ছাসেবী আমার এ কাজে সহযোগীতা করেছে। যাদের সাথে ব্যস্ততার কারণে একসাথে করে আলোচনা করাও সম্ভব হয়নি। যেহেতু রমজান শেষ হয়ে যাচ্ছে এ উপলক্ষে স্বেচ্ছায় পরিশ্রমী এসব মানুষগুলোর সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে ইফতার করে মনটাকে সান্তনা দিলাম আর তাদের অনুপ্রেরণা দিলাম। যেন তারা এভাবেই মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে আরো আগ্রহী হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আরাফাত আহমেদ রাজিব, নারায়ণগঞ্জ প্রেস মালিক সমিতি সভাপতি ও হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধির সদস্য ওয়াহিদ সাদত বাবু, এড. মামুন, জেলা আওয়ামী লীগ নেতা মো. ইউনুছ, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা উত্তম সাহা, পরিবহন নেতা জাকির হোসেন, সমাজ সেবক আল আমিন, সমাজ সেবক রকিবুল হাসান প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত