নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আবুল কালাম মুন্সী সোমবার (২৪ ডিসেম্বর) ডিক্রিচর, মুক্তারকান্দি, গোগচর, আলীরটেক বাজার, গঞ্জকুমারীয়া, তৈলখিরা এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথ সভা করেন।
পথসভায় তিনি বলেন, ঈমানের হেফাজত, দেশের স্বার্থ ও মানবতার অধিকার প্রতিষ্ঠার জন্য হাতপাখার কোন বিকল্প নাই। সুশাসন, ন্যায়বিচার, মাদকমুক্ত, নিরক্ষরমুক্ত ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ লড়াই করছে। সাথে সাথে জনগণও সন্ত্রাস, দুর্নীতি, অন্যায়, অসত্যে ও মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষ জেগে উঠছে। মাদকের ফলে যুব সমাজ ধ্বংস হোক তা কেউ চায় না। কিন্তু সরকারের শীর্ষ নেতারা মাদকে জড়িত থাকার কারণে মাদকমুক্ত করা যাচ্ছে না। অপরদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস ও দুর্নীতির কবল থেকে দেশের সাধারণ মানুষ মুক্তি চায়। তাই তারা আগামী ৩০ ডিসেম্বর ব্যালট বিপ্লব ঘটাতে হাতপাখায় ভোট দিবে।
এ সময় নেতৃস্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-৫ এর সমন্বয়কারী- হাফেজ আমিন উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী- দেলোয়ার হোসেন, অনলাইন সমস্বয়কারী- তাজউদ্দীন আহমাদ, আলীরটেক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক- মো. মফিজুল হক, সমন্বয়কারী ফিরোজ মিয়া, হযরত আলী মন্ডল, সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।