মাদক বিক্রেতাদের হুমকীতে নিরাপত্তাহীণতায় গোরস্থান মসজিদের নৈশ প্রহরী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নগরীর মাসদাইরে মাদক বিক্রেতাদের মারধরের শিকার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কুরপোরেশনের কর্মচারী মো. মাসুদ। সে মাসদাইর গোরস্থান মসজিদের নিরাপত্তাকর্মী (নৈশ প্রহরী ) হিসেবে র্কমরত আছে। তাছাড়াও মসজিদ সংলগ্ন তার একটি দোকান রয়েছে বলে জানায়। যেখানে কবরবাসীর জন্য ব্যবহৃত বাঁশ, মুলি, চাটাই বিক্রি করে জীবীকা নির্বাহ করে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে  মাসুদ জানায়, বিভিন্ন সময় স্থানীয় কয়েকজন বখাটে তার দোকানের সামনে মরণ নেশা মাদক ইয়াবা বিক্রি করে আসছিল। তারা হল ঐ এলাকার মো. মোস্তাক মিয়া ও তার ছেলে ফয়সাল, ফয়েজ। প্রতিদিন তাদের নিষেধ করলেও গুরুত্ব দিত না। গত ২৩ জুন পুনরায় নিষেধ করা হলে রাত ১২টায় ডিউটিরত অবস্থায় তাকে মসজিদ থেকে ডেকে নিয়ে তাদের বাড়ির গেটের ভিতর নিয়ে আকস্মিকভাবে মারধর করে।

মারধর করার সময় বাড়ির ভাড়াটিয়া মামুন, আহম্মদ মিয়া এবং ঐ এলাকার গ্যারেজের দারোয়ান কাইয়ুম বাধা দেয়ার চেষ্টা করে। বর্তমানে তারা ক্ষিপ্ত হয়ে নৈশ প্রহরী মাসুদকে মাদক দিয়ে ধরিয়ে দিবে ও প্রাণ নাশের হুমকী দিচ্ছে বলে জানায়। এছাড়াও ওই চক্র ষড়যন্ত্র করে নানাভাবে আপপ্রচার চালাচ্ছে এতে ব্যাপক নিরপত্তাহীণতায় ভোগছে বলে মাসুদের দাবী।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করতে গেলে চিকিৎসা পত্র ও সিটি করপোরেশনের কাগজাদি আনার জন্য বলেছে পুলিশ। তাই সে ২৭ জুলাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র বরাবর একটি দরখাস্ত পাঠিয়েছে।

add-content

আরও খবর

পঠিত