মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : আরজু ভূঁইয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বন্দর উপজেলার মদনপুর ইউপি’র ৪নং ওয়ার্ডের ছোটবাগের মসজিদ সংলগ্ন মাঠে ১৩ অক্টোবর শনিবার বিকালে ছোটবাগ দেওয়ানবাগ আওয়ামী লীগের তরুণ সংগঠনের উদ্যোগে শেখ রাসেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া পুরস্কার তুলে দেবার প্রাক্কালে উপস্থিতদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খেলাধুলা সমাজকে মাদক ও সন্ত্রাসের অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলায় ব্যস্ত থাকলে যুবসমাজের কাছ থেকে অন্যায় বা অপরাধমূলক বিষয়গুলো দূরে থাকবে। খেলাধুলা শুধু আনন্দ দেয় না, এটা একটি ব্যায়াম। তোমরা খেলাধুলায় নিয়োজিত থাকবে এবং তোমাদের ডাকে সাড়া দিয়ে যেমনি ভাবে আজকে এসেছি এরকম সব সময় তোমাদের পাশে আছি। আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে একটি বিকশিত সমাজ গঠনের দিকে বেশী বেশী মনোনিবেশ করতে হবে।

মদনপুর ইউনিয়ন সাবেক ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইসহাক মিয়া, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুরুজ মিয়া, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন, বন্দর থানা যুব মহিলা লীগ নেত্রী মাফিয়া আক্তার তানিয়া, বন্দর থানা যুবলীগ নেতা ইকবাল হোসেন ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল ভূঁইয়া উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় দেলোয়ার মিয়া, আতাবর প্রধান, খেলা আয়োজক কমিটির পক্ষ থেকে শাকিল, শাহজালাল, আয়াত, আবীর, শামীম, মেহেদী, সিফাত সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পুরস্কার প্রদান অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেন।

add-content

আরও খবর

পঠিত