নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ আইন কলেজের ২০১৭-১৮ সেশনের এল, এল, বি ব্যাচের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) চাষাড়াস্থ হোয়াইট হাউস রেস্তোরায় আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি।
এসময় প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যারা ২০১৭-১৮ ব্যাচের এল. এল. বি ছাত্রছাত্রী রয়েছো তোমাদের কাছে আমার আহ্বান থাকবে তোমরা এডভোকেট হও বা না হও নিজেদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে। আরেকটি বিষয়ে ইফতারের পূর্ব মুহুর্তে তোমাদের কাছে আমার আহ্বান থাকবে, যারা প্রকৃত মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তোমরা আওয়াজ তুলবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, আইন কলেজের প্রভাষক এড. রবিউল আলম রনি, দৈনিক অগ্রবাণী পত্রিকার আইন উপদেষ্টা এড. নজিবুল্লাহ বিপু, ওয়ার্ল্ড টেরোরিজম অরগানাইজেশন বাংলাদেশ চাপ্টার না.গঞ্জ জেলা শাখার সভাপতি ফাহিম এমিল, সাবেক জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সজিব রায় অভি, সাবেক ছাত্রলীগ নেতা মো. সাগর।
এল, এল, বি ব্যাচ ২০১৭-১৮ এর ছাত্র সবুজের সঞ্চালনায় এবং ছাত্রবন্ধু মেহেদী হাসান শান্তর সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, আইন কলেজের ভিপি এন. এম হাসান, জি. এস আমজাদ। এছাড়াও অত্র ব্যাচের ছাত্র ছাত্রীদের মাঝে উপস্থিত ছিলেন, অপুর্ব, শুভ, কিবরিয়া, সবুজ, মামুন, সালাউদ্দিন, অভিজিৎ, সুমা, এনি, বিথী, শাহীদা, তুলসী, নুসরাত প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তরিকুল আসলাম শাওন এবং দোয়া পরিচালনা করেন মেহেদী হাসান।