মশার মিছিল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জে চলছে এখন মশার রাজত্ব! নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিটি আবাসিক-অনাবাসিক এলাকায় মশার উপদ্রব বেড়েছে মারাত্মক হারে। দিন কিংবা রাত সবসময়ই মশার জ্বালায় অতিষ্ট নগরবাসী। রাজপথ, অফিস, রেস্টুরেন্টে সবজায়গায়ই মশার মিছিল। বিশেষ করে সন্ধ্যার পর থেকে তাদের জ্বালাতন বর্ণনাতীত। মশার স্প্রে, কয়েল কিছুই কাজে আসছে না। বাসা-বাড়িতে পড়ন্ত বিকেল থেকেই দরজা জানালা বন্ধ করেও মশার হাত থেকে নিস্তার পাচ্ছে না নগরবাসী।

নগরবাসীর অভিযোগ, প্রতিবছর সিটি করপোরেশনের উদ্যোগে মশা নির্মূলে নগরীতে ঔষধ স্প্রে করা হয়। তবে তা সকল স্থানে করা হয়না। এক এলাকায় হলে বাদ পড়ে যায় আরেকটি এলাকা। আজ দিলে এরপর পরবর্তী স্প্রে দেয়ার সময় হতে পারে বছর কিংবা যেকোন মাসের কোনও এক দিন। যা অনিয়মিত। ফলে মশার উপদ্রব বেড়ে গেছে বহুগুণে। দিন কিংবা রাত, সব সময়ই মশার কামড়ে হাসফাঁস অবস্থা নগরবাসীর। মশার কামড়ের পড়ে জ্বালার যন্ত্রনায় চুলকিয়ে শরীরের চামড়াও ছিলে ফেলে ভুক্তভোগীরা। তবে এ থেকে প্রতিকার চায় সকলেই।

মশার কামড় খেয়ে নগরবাসী বিভিন্ন ধরণের রোগে আক্রান্ত হচ্ছেন। শিশু ও বয়স্কদের মধ্যে রোগে আক্রান্ত হওয়ার মাত্রা বেশি। পাশাপাশি এর প্রভাব পড়ছে ছাত্র-ছাত্রীদের পড়াশুনায়। স্বাভাবিক পড়াশুনা ব্যহত হচ্ছে ফলে উদ্বিগ্ন অভিভাবকমহল। বেড়েই চলছেম্যালেরিয়া, ডেঙ্গু এবং এনকেফলাইটিস, চিকন গুনিয়ার মতো মহামারী রোগ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ৩ শত শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মোতালিব জানান, মশার কামড়ে ম্যালেরিয়া, টাইফয়েড জ্বর, ডেঙ্গু ও চিকন গুনিয়া হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশী থাকে। এ থেকে প্রতিকার পেতে সকলকে সচেতন হতে হবে। মশা উপদ্রব বেশী হলে মশারী ব্যবহার করতে হবে। বৃষ্টি মৌসুমে বৃষ্টির জমে থাকা পানিতে এডিস মশার জন্ম হয়। তাই কোন পাত্রে যেন বেশীদিনের জন্য পানি জমে না থাকে খেয়াল রাখতে হবে।

মশক নিধনের কার্যক্রম প্রসঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক জানান, প্রতি বছর আমরা মশক নিধনের ঔষধ ছিটিয়ে থাকি। এক মাস আগেও আমরা নাসিকের পক্ষ থেকে মশক নিধনের ঔষধ ড্রেন, জলাশয়, ডোবাসহ সর্বত্র ছিটিয়েছি। এছাড়াও কোনও এলাকায় মশক নিধনের ঔষধ ছিটানোর প্রয়োজন হয় আমাদেও জানালে আমরা র্কাযক্রম চালাবো।

add-content

আরও খবর

পঠিত