মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যুবদলের টিটু ও স্বপন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৪ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু ও নারায়ণগঞ্জ -৩ আসনে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন।

১২ নভেম্বর সোমবার সকালে রাজধানীর ঢাকার নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউপি মেম্বার বিএনপি নেতা নজু মাতবর, যুবদল নেতা ইসমাইল ও প্রমুখ।

প্রসঙ্গত, ১২ নভেম্বর সোমবার সকাল ১১ টা থেকে নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় মনোনয়ন ফরম বিক্রি করতে শুরু করেন বিএনপি। এই সময় ফরম বিতরণকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভীড় করেন মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীগণ।

add-content

আরও খবর

পঠিত