মদনপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পরিবহন চাঁদাবাজি ও আদিপাত্য বিস্তারকে কেন্দ্র করে মদনপুরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে ৪ পুলিশ সদস্যও আহত হয়। রবিবার (১৮ নভেম্বর) দুপুরে মদনপুর এলাকায় আমির গ্রুপ ও খলিলুর রহমান খলিল মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, দুপুর সাড়ে ১২ টায় মদনপুর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত খলিল মেম্বার মদনপুরে বাসস্ট্যান্ড এলাকায় তার নিজস্ব দোকানে বসেছিলেন। এসময় আমির গ্রুপের অর্ধ শতাধিক ক্যাডার এসে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ খবর ছড়িয়ে পড়লে খলিল গ্রুপের সদস্যরা মাইকে ঘোষণা দিয়ে আমির গ্রুপের সদস্যদের বাড়িঘরে হামলা, ভাংচুর চালায় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। পরে আমির গ্রুপও আবার পাল্টা হামলা করলে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মূলত মদনপুর বাসস্ট্যান্ডের চাঁদাবাজি ও স্থানীয় পরিবহন সেক্টরে আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জড়িয়ে পরে।

বন্দর থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানান, গুরুতর আহত খলিল মেম্বার ও শাহ আলমকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মহাসড়কে চালাচল স্বাভাবিক আছে। এলাকায় অতিরিক্তি পুলিশ রয়েছে এবং র‌্যাবও আছে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, পুলিশের তৎপরতায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে আছে। ঢাকা চট্রগ্রাম মহাসড়ক এখন স্বাভাবিক রয়েছে, যানবাহন চলাচল করছে।

add-content

আরও খবর

পঠিত