ভূয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোড়দার করা হবে : এহসানুল হক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণঞ্জে গ্রাম ডাক্তার রিফ্রেসার্স ট্রেনিং ও সনদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩ মার্চ সকাল ১১ টায় নারয়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল ভবনের ২য় তলাস্থ সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে  নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন এহসানুল হক বলেন, ডাক্তারদের মূল কাজ হচ্ছে মানুষকে সেবা প্রদান করা। রুগীরা তাদের চিকিৎসাসেবা নিতে যে আস্থা নিয়ে আমাদের কাছে ছুটে আসেন আমরা যেন আমাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করি। ডাক্তারের অবহেলায় কোন রুগীই যেন মৃত্যু বরন না করে সেদিকে আরও সতর্ক হতে হবে। রুগীদের প্রতি সব সময় যত্নবান হবেন।

তিনি ভূয়া ডাক্তারদের প্রতি হুঁসিয়ারী দিয়ে বলেন,  যারা অতিউৎসাহিত হয়ে নিজের নামের পিছনে ডাক্তার ও বিভিন্ন ভূয়া ডিগ্রী লিখে মানুষকে হয়রানি ও চিকিৎসা সেবার নামে রুগীরেদর সাথে প্রতারনা করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোড়দার করা হবে। এবং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ডা. এম এম রহমান আল-মাহবুবী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক ও গ্রাম ডাক্তার সমন্বয়কারী হাজ্বী তৈমুর রহমান।

add-content

আরও খবর

পঠিত