নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ভাষা শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও প্রয়াত জননেতা তসদ্দক হোসেন (টি.হোসেন) স্মৃতি সংসদ। ২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় চাষাঢ়া শহীদ মিনারে ভাষা আন্দোলনে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন।এ সময় ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানায়, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ভি.পি জামির হোসেন রনি, যুগ্ন সাধারন সম্পাদক কায়কোবাদ রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা মো. আলামিন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সহ সভাপতি মো. জুয়েল খাঁন, ফারজানা ইমু, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নেতা এ.বি.এম মহিউস সুন্নাহ লিমন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতা মোসা. লুবনা আক্তার, রোকসানা, ওয়াহিদুজ্জামান নাইম প্রমুখ নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২১ শে ফেব্রুয়ারি ৫২এর ভাষা আন্দোলনে শহীদদের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের মহিমায় বাঙালি জাতি সত্ত্বার উন্মেষ ঘটে এবং এরই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান নেতৃত্বে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাই স্বাধীনতা। ভাষার জন্য বাঙালিদের এই আত্মত্যাগ আজ বিশ্ব স্বীকৃত।
১৯৯৯ সালে ইউনেস্কো এই দিবসটিকে -আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- হিসাবে স্বীকৃতি দেয়। আজকের এই শোকাবহ দিবসে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর স্মরনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায়।