ভবন ধ‌সে নিহ‌তদের স্মর‌ণে এসপি মনিরুলের উদ্যোগে দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  বাবুরাই‌লে ৪ তলা ভবন ধ‌সে নিহ‌তদের রু‌হের মাগ‌ফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। রোববার (১৭ নভেম্বর) বাদ আছর জেলা পু‌লিশ সুপার ( ভার প্রাপ্ত ম‌নিরুল ইসলাম ) প‌ক্ষে বাবুরাইল এক নম্বর মুন্সিবাড়ি জামে মসজিদে এ আ‌য়োজন করা হয়।

গত ১৬ নভেম্বর ওয়াজিদের ১২তম জন্মদিন ছিল। কিন্তু তার আগেই ৩ নভেম্বর বাবুরাইলে চার তলা ভবন ধসের ঘটনায় মারা যায় ইফতেখার আহমেদ ওয়াজিদ। তাই নিহত ওয়াজিদের স্মরণে জেলা পুলিশের প‌ক্ষে এই উদ্যোগে গ্রহন করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ভবন ধসের ঘটনায় নিহত ইফতেখার আহমেদ ওয়াজিদের জন্মদিনের বিষয়টি জানতে পারেন জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম। তারই নির্দেশে এ দোয়ার আয়োজন করা হয়।

প্রসঙ্গত, ৩ নভেম্বর বিকেল চারটার দিকে এক নম্বর বাবুরাইল মুন্সিবাড়ি এলাকার এমএইচ ম্যানশন নামের চার তলা ওই ভবনটি খালের উপর ধসে পড়ে। এ ঘটনায় ওয়াজিদ ও শোয়েব নামে দুইশিশু নিহত ও তিনজন আহত হয়।

add-content

আরও খবর

পঠিত