নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার হারুন অর রশীদ বিপিএম (বার) ও পিপিএম (বার) ফতুল্লা শ্রমিক অসন্তোষ নিয়ে বলেছেন, গার্মে্ন্ট নিয়ে আমি আসার আগেই যে ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছিল। তাই আমি ফতুল্লা বিসিক সহ পাগলা, আলীগঞ্জ পরির্দশন করেছি। কোন গার্মেন্টস শ্রমিকের নাম দিয়ে সেখান থেকে চাঁদা তুলে, বড় দাড়ি রেখে গার্মেন্টস শ্রমিকদের অশান্ত করার কোন সুযোগ দেয়া হবে না। হয় আমরা থাকব, না হয় সে মাস্তানরা থাকবে। কিন্তু তারা থাকবেনা। আপনাদের নিয়ে সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলব। মঙ্গলবার (১১ ডিসেম্বর) নারয়ণগঞ্জ সদর থানা কর্তৃক আয়োজিত আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ পিপিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, তদন্ত অপারেশন জয়নাল আবেদীন, মহানগর কমিউনিটি পুলিশি সভাপতি শাহ নেওয়াজ, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তির্বগ।
তিনি আরো বলেন, আমরা চাই সুষ্ঠু নির্বাচন। সে লক্ষে কাজ করতে আপনাদের সহযোগীতা চাই। জঙ্গি, সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সর্তক থাকবেন। কোথাও যেন মস্তানি, বোমাবাজি করতে না পারে। আপনারা প্রপাগন্ডা বা কান কথা শুনবেন না। নির্বাচনকে ঘিরে কেউ বলবে ওইখানে ৫জন মারা গেছে।ভোট কেন্দ্র দখল হয়ে গেছে। নির্বাচনী মাঠে এ ধরনের চক্রান্ত হতে পারে। বিজয়ের মাসে দেশের নির্বাচনকে বানচাল করতে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হবে। আপনারা কোন কিছু জানতে চাইলে ওসিকে জানাবেন। ওসি কো-অপারেট না করলে আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে আছি। অন্যায়কারী যে দলেরই হোক ছাড় দেয়া হবে না। আমি অন্যায়ের কাছে মাথা নত করবোনা। যদি আমার কোন পুলিশ অফিসার আপনাদের পকেটে ইয়াবা দিয়ে হয়রানির চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।