ব্যালটে সিল না দিয়ে খালেদা জিয়ার মুক্তি দাবি !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপে আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললেও ভোটার উপস্থিতি ছিলো খুবই কম। সকাল থেকে কিছু ভোটারকে ভোট দিতে আসতে দেখা যায়।

এর মধ্যেই অনেক ভোটার ব্যালট পেপারে সিল না দিয়ে বিএনপি চেয়ারপারসনকে আটকে রাখার নিরব প্রতিবাদ জানিয়েছেন। তারা ব্যালটে সিল না দিয়ে কলম দিয়ে ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই, আমার মা জেলে কেনো, শেখ হাসিনা জবাব চাই ইত্যাদি শ্লোগান লিখেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ব্যালট পেপার ইতো মধ্যেই ভাইরাল হয়েছে। এসব পোস্টে অনেক ব্যবহারকারী লিখেছেন, এ ধরনের লেখা ভোট ব্যবস্থার উপর জনগনের নীরব প্রতিবাদ। অনেকে এও বলছেন যে, এটা ভোটের উপর জনগনের আস্থার সংকট।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, এ ধরনের ঘটনা আমার জানা নেই। সত্যিই যদি এমন কিছু ঘটে থাকে তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন।

উল্লেখ্য, সোনারগাঁয়ে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৭১ জন। মোট কেন্দ্রের সংখ্যা ১১৮টি এবং মোট বুথের সংখ্যা ৭৫০টি।

add-content

আরও খবর

পঠিত