নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিজয়ের ৪৭ বছর পূর্তি ও বিজয় উপলক্ষ্যে ঐতিয্যবাহী খানপুর পোলষ্টার ক্লাবের আয়োজনে গুনীজন, সম্মাননা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিরার (১৬ ডিসেম্বর) বিকালে শহরের খানপুর পোলষ্টার ক্লাবের আয়োজনে ও মডেল গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন করা হয়।
পোলষ্টার ক্লাবের সভাপতি আলহাজ্ব লোকমান আহম্মেদে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডা. শফিউল আলম, যুগ্ম কর কমিশনার মর্তুজা শরীফুল ইসমাল, নারায়ণগঞ্জ কলেজ এর অধ্যক্ষ রুমন রেজা, পোলষ্টার ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল হক, তোলারাম কলেজের সহকারী অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক, আমরা নারায়ণগঞ্জবাসী সভাপতি মুক্তিযোদ্ধা নুরুদ্দিন আহম্মেদ, সামসুজ্জামান ভাষানী।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, আমাকে আপনাদের মাঝে রাখবেন। আমিও এই ক্লাবের সদস্য। ক্লাবের উন্নয়ন করতে যা লাগবে আমি করে দিব। এই মাঠকে সবুজায়ন সহ দ্বিতল করা হবে। তবে আমাকে মাস্টার প্লান দিতে হবে। তিনি আরো বলেন, তল্লা এলাকার ডায়মন্ড ক্লাব, শাপলা ক্রীড়া সংসদ ও খানপুর সরদার পাড়া এলাকার সমাজ উন্নয়ন পরিষদ এরও উন্নয়ন করা হবে।
এছাড়া গঠন মূলক বক্তব্য দিয়ে প্রধান অতিথি সহ সবার নজর কারেন ক্লাবের সভাপতি লোকমান আহম্মেদ। এসময় তিনি পনের দিন ধরে ক্লাবে এই অনুষ্ঠান সার্থক করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে অভিনন্দন জানান। অপর দিকে ক্লাবের সাধারন সম্পাদক মাসুম কবীরও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা এ .বি.এম সেলিম, পোলষ্টার ক্লাবের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর কবির পোকন, মো. আসলাম, আলমগীর কবির বকুল, মো. জাহাঙ্গীর আলম, মোয়াজ্জেম হোসেন, আসাদুজ্জামান, সাবেক সাধারন মো. টিপু সুলতান, মো. কামরুজ্জামান, দান, দ্বীপ বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক রাতুল কবির, ধর্ম বিষায়ক সম্পাদক নিজাম উদ্দিন মডেল গ্রুপ এর মনির সরদার সহ অনেকে।
আলোচনা শেষে গুনীজন সম্মাননা, মুক্তিযোদ্ধদের সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রীড়া প্রতিযোগিতাদের পুরস্কার বিতরন করা হয়। পরে খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্্র এর মাধ্যেমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।