নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাষ্ট্রীয় সর্বশ্রেষ্ট পুরস্কার, বেগম রোকেয়া পদক-২০২০ প্রাপ্তি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান যুদ্ধকালীন নারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফরিদা আক্তার এর সংবর্ধনা এবং বিজয় শুভেচ্ছা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ২২শে মঙ্গলবার ডিসেম্বর সকালে নগরীর ১২নং বঙ্গবন্ধু সড়ক নারায়ণগঞ্জস্থ কিন্ডার কেয়ার হাই স্কুল এর হল রুমে কিন্ডার কেয়ার হাই স্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানী সাহার সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইনী স্পেশালিস্ট ডা. লতিফা শামসুদ্দিন পিজি হাসপাতাল ঢাকা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুশ্রী নিয়োগী, বীর মুক্তিযোদ্ধা কমলা রানী কর (লক্ষী), বীর মুক্তিযোদ্ধা শিখা চক্রবর্তী।
তাছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা সংঘের জেলা শাখার সহ সভাপতি ডা. লায়লা পারভীন বানু, শিশু একাডেমি নারায়ণগঞ্জ এর সাবেক জেলা পরিচালক মনোয়ারা সুরুজ, শিশু একাডেমি নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইশরাত জাহান, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ূম স্যারসহ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফরিদা আক্তারের পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ।
এদিকে অনুষ্ঠানে রাষ্ট্রীয় সর্বশ্রেষ্ট পুরস্কার, বেগম রোকেয়া পদক-২০২০ প্রাপ্তি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান যুদ্ধকালীন নারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফরিদা আক্তারকে কিন্ডার কেয়ার হাই স্কুলের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাছাড়া অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দের পক্ষ হতে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ফরিদা আক্তারকে দাঁড়িয়ে স্যালুট ও বীর মাতা হিসেবে সম্মাননা জানানো হয়।