বিশ্ব ব্যাংক নয়, জনগণই পারে পদ্মা সেতু করতে : না.গঞ্জে নৌ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদ দাতা ) : বিশ্ব ব্যাংক নয়, জনগণই পারে পদ্মা সেতু করতে মন্তব্য করে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আগামী দিনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার চালিকাশক্তি হবে। বাংলাদেশকে কেউ পেছনের দিকে টেনে ধরতে পারে নাই ভবিষ্যতেও পারবেনা। এর অন্যতম উদাহরণ হচ্ছে পদ্মা সেতু যার সঙ্গে থাকতে না পেরে এখন বিশ্ব ব্যাংকও দু:খ প্রকাশ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমান করেছেন বিশ্ব ব্যাংক নয়, বাংলাদেশের জনগণই পারে পদ্মা সেতু নির্মাণ করতে। ২৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে আনন্দ শিপইয়ার্ডে কিল লেয়িংয়ের মাধ্যমে ৪৫টি টার্মিনাল পন্টুন নির্মাণ কাজে উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রধান অতিথি বক্তব্যকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা হত্যার বিচার বন্ধ করে দিয়েছিল। বিএনপির নেতৃত্বে আইনের শাসন রহিত করা হয়েছিল।

তিনি আরো বলেন, বাংলাদেশে গত ১০ বছরে অভূতপূর্ণ উন্নয়ণ হয়েছে ও নৌখাত অনেক বিকশিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত চ্যালেঞ্জ ছিল সবগুলো সফলভাবে মোকাবেলা ও প্রতিবন্ধকতা দূর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বিচার কাজ শুরুর পরে বিচারের রায় ঘোষণা হলেও বিএনপি জামায়াত জোট সরকার সেই বিচার ৫ বছর বন্ধ করে রেখেছিল। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারো বিচার প্রক্রিয়া শুরুর মাধ্যমে বঙ্গবন্ধুর খুনীদের সাজার রায় কার্যকর হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি এই দুটি চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার সফল। সরকারের দৃঢ় অবস্থানের কারণে আইনশৃঙ্খলা বাহিনী সকল ষড়যন্ত্রকারীদের শুধু প্রতিহতই নয় নিয়ন্ত্রণও করতে সক্ষম হয়েছে। সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠার কারণে আজকে দেশে গণতান্ত্রিক আবহাওয়ায় ব্যবসা বান্ধব পরিবেশ বিরাজ করছে। সমগ্র বিশ্বেই বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ২০তম অবস্থানে রয়েছে।

আনন্দ গ্রুপের চেয়ারম্যান ড. আব্দল্লাহেল বারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ আব্দুস সামাদ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল-ইসলাম, আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ নাহিদ নিগার, নির্বাহী পরিচালক প্রকৌশলী তারিকুল ইসলাম, পরিচালক (কারিগরি) সাইফুল ইসলাম, পরিচালক আব্দুল্লাহ নওরোজ ও কেন্দ্রিয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এইচ এম মাসুদ দুলাল ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু  প্রমুখ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ৪৫টি টার্মিনাল পন্টুন নির্মাণের কার্যাদেশ বাস্তবায়ন করবে আনন্দ শিপইয়ার্ড এন্ড স্পিওয়েজ লিমিটেড (এএসএসএল)। চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে পন্টুন সরবরাহ করবে আনন্দ শিপইয়ার্ড। এ কাজের জন্য আনন্দ শিপইয়ার্ডকে ৯৭ কোটি ৬০ লাখ টাকা দিবে বিআইডব্লিউটিএ। ঢাকার সদর ঘাট, পাগলা, মিরকাদিম, নারায়ণগঞ্জ, ফতুল্লাসহ দেশের বিভিন্ন বন্দরে এসব পন্টুন স্থাপন করা হবে।

add-content

আরও খবর

পঠিত