নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের উকিল পাড়া ও নয়ামাটি এলাকার বিশিষ্ট হোসিয়ারি ও সুতা ব্যবসায়ি মো. হাছান আলী খানের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তার পরিবারের পক্ষ থেকে কবর জেয়ারত বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
মরহুম মো. হাছান আলী খান সর্ব প্রথম উকিল পাড়াস্থ সাহারা হোসিয়ারির সাহাবুদ্দিন ভুইয়া মার্কেটে হোসিয়ারি দিয়ে ব্যবসা শুরু করেন এবং ব্যাপক জনপ্রিয়তা সহ সচ্চ ব্যবসায়ি হিসাবে পরিচিতি লাভ করেন। দুই বার আগুনে হোসিয়ারি কারখানা পুড়ে যাওয়ার পর স্থান বদল করে নয়ামাটি বি আলম মার্কেট এ চলে যান এরপর সানন্দা মার্কেটের দোকান নিয়ে হোসিয়ারি ব্যবসা বাদ দিয়ে সুতার ব্যবসা শুরু করেন ও সুনামের সাথে ব্যবসা চালিয়ে যান।
এছাড়া তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সরকার পতন ও একানব্বই সালের জাতীয় নির্বাচনে বিশেষ ভুমিকা রেখে নারায়ণগঞ্জ চার আসনে বিএনপি নেতা মরহুম কমান্ডার সিরাজুল ইসলামকে ধানের শীষ মার্কাকে বিজয়ী করেন। এ ছাড়া ও বোষ কেবিনের আড্ডায় সকলের নানা ভাই হিসাবে পরিচিত ছিলেন।
মরহুমের বড় ছেলে দৈনিক ইয়াদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মো. রমজান খান তার মরহুম পিতার রুহের মাগফেরাত কামনা ও তাকে আল্লাহ জান্নাত বাসী করেন সকলের নিকট দোয়া কামনা করেছেন ।