নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অধ্যাপক ডা.আবু জাফর চৌধুরী (বিরু) সমর্থিত নেতা-কর্মীদের জড়িয়ে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহার, ডা. বিরুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যে অপপ্রচারের তীব্র নিন্দা ও অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সভা করেছে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকালে অত্র জামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামপুর এলাকায় অত্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সভায় এ দাবীগুলো জানানোর পাশাপাশি ৩রা নভেম্বর জেলা হত্যা দিবস পালনের প্রস্তুতির বিষয়ে কথা হয় ও অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের পরিচিতি সম্পন্ন হয়েছে।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন জাকু তার বক্তব্যে বলেন, অত্র ইউনিয়নের গাবতলী এলাকায় (১৬ অক্টোবর) লক্ষী পূজার একটি আয়োজন পরিদর্শণ ও অনুদান দিতে যাবার প্রাক্কালে পাকুন্দায় সন্ত্রাসী, ভূমিদস্যু, মাটি সন্ত্রাস হুমায়ুন মেম্বার, রোমান, রুবেল, রিপন শিকদারের নেতৃত্বে ডা. বিরু ভাইয়ের গাড়ী বহরে হামলার তীব্র নিন্দা ও বিচার দাবী করছি। জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শামসুদ্দিন খাঁন আবু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আমির হোসেন, কার্যকরী সদস্য হাজী মোতালিব, ১নং ওয়ার্ড সভাপতি জহির, অত্র ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি মোবারক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জড়িয়ে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহার, ডা. বিরু ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যে অপপ্রচারের তীব্র নিন্দা ও অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
সভায় এ সময় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোমেন মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাজী আমির হোসেন, সহ-সভাপতি আবু হায়দার চৌধুরী লিটন ও আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক হালিম ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক উজ্জল, ৫নং ওয়ার্ড সভাপতি হানিফ মোল্লা, সাধারণ সম্পাদক সামশুল হক, যুগ্ম সম্পাদক জামাল, ৭নং ওয়ার্ড সভাপতি মাহাবুব ভূঁইয়া, সাধারণ সম্পাদক পনির হোসেন, ৯নং ওয়ার্ড সভাপতি বশির আহম্মেদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক রুবেল সহ ইউনিয়ন ও ৯টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।