বিদ্যানিকেতনে ডেঙ্গু সচেতনামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নারায়নগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় শহরের দেওভোগ ভুইয়ারবাগ এলাকার বিদ্যানিকেতন হাই স্কুলের স্কাউট গ্রুপ, শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা ডেঙ্গু প্রতিরোধে জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য একটি র‌্যালি বের করা হয়। এ সময় শিক্ষার্থীরা শহরের দেওভোগ, পালপাড়া, নন্দিপাড়া, এবং ভুইয়ারবাগ এলাকায় ডেঙ্গু সচেতনামুলক লিফলেট বিতরণ করে এবং মশক নিধনের জন্য সিটি করপোরেশনের ৪টি স্প্রে মেশিন দিয়ে ঔষদ ছিটিয়ে বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করার অভিযান পরিচালনা করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শারমীন হাবিব বিন্নি, সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তফা, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন, শ্যামল সাহা, বিদ্যানিকেতন ট্রাষ্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম,ট্রাষ্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা প্রমুখ।

র‌্যালি শেষে এক সমাবেশে বক্তারা বলেন, নিজেদের আঙ্গিনা এবং মহল্লা নিজেদের তত্তাবধানে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বক্তারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান।

add-content

আরও খবর

পঠিত