বিকেএমইএ নির্বাচনে সেলিম ওসমানসহ ২৯ জনের মনোনয়ন পত্র ক্রয়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচন (২০১৯-২১) এর জন্য নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানসহ ২৯ জন মনোনয়ন পত্র ক্রয় করেছেন। ২১ সেপ্টেম্বর শনিবার সেলিম ওসমান সম্মিলিত নীট ফোরামের পক্ষ থেকে মনোনয়নপত্র ক্রয় করেন।

সেলিম ওসমানসহ ২৯ জন মনোনয়ন পত্র ক্রয়কারীরা হচ্ছেন, মনসুর আহমেদ, মঞ্জুরুল হক, মোহাম্মদ হাতেম, আবু আহমেদ সিদ্দিক, জি এম ফারুক, মোস্তফা জামাল পাশা, অমল পোদ্দার, মোরশেদ সারোয়ার সোহেল, আশিকুর রহমান, খন্দকার সাইফুল ইসলাম, মো. সাহাদাত হোসেন ভ‚ঁইয়া, নাসিমুল তারেক মঈন,  রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মো. কবীর হোসেন, তারেক আফজল, ফজলে শামীম এহসান, মজিবুর রহমান, এম আই সিদ্দিক (সেলিম মাহবুব), মো. মোস্তফা মনোয়ার ভ‚ঁইয়া, ইমরান কাদের তুর্য, গাওহার সিরাজ জামিল, রাজিব দাস সুজয়, মো. হাসান, আহমেদ নূর ফয়সাল, মির্জা আকবর আলী চৌধুরী।

এছাড়াও আরো ৩ জন ঐচ্ছিকভাবে মনোনয়নপত্র ক্রয় করেন। তারা হলেন আতাউর রহমান, জাকারিয়া ওয়াহিদ,  রুদমিলা আল আমিন।

বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচন (২০১৯-২১) উপলক্ষ্যে সর্বপ্রথম মনোনয়ন পত্র ক্রয় করেন একেএম সেলিম ওসমান। এর আগে বিভিন্ন শিল্পোদ্যোক্তাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে, সেলিম ওসমান মনোনয়ন পত্র ক্রয় না করলে কোনো নীট শিল্প মালিক বিকেএমইএ নির্বাচন (২০১৯-২১) এর মনোনয়ন পত্র ক্রয় করবেন না। মনোনয়নপত্র বিতরণের ১ম ও ২য় দিনে (১৮-১৯ সেপ্টেম্বর ১৯) কেউই মনোনয়ন পত্র ক্রয় না করায় একেএম সেলিম ওসমান, এমপি সম্মিলিত নীট ফোরামের পক্ষ থেকে মনোনয়নপত্র ক্রয় করেন। এর পরই ২৯ জন নীট শিল্প মালিক উক্ত নির্বাচনের মনোনয়নপত্র ক্রয় করেন।

উল্লেখ্য, বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচন (২০১৯-২১) উপলক্ষ্যে একেএম সেলিম ওসমান, এমপি এবার নির্বাচন না করার ঘোষণা দিলে ১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে মোহাম্মদ হাতেমের নের্তৃত্বে নীট শিল্প মালিকদের এক সভায় শতাধিক নীট শিল্প মালিক একেএম সেলিম ওসমান, এমপিকে নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানান। এছাড়াও গত ১২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে নারায়ণগঞ্জের রেষ্টুরেন্ট গ্র্যান্ড হলে নীট শিল্প মালিকদের আরেকটি সভায় একই অনুরোধ জানানো হয়। তাদের সবার অনুরোধের পরিপ্রেক্ষিতেই সেলিম ওসমান, এমপি ৫ম বারের মতো বিকেএমইএ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র ক্রয় করেন।

add-content

আরও খবর

পঠিত