নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে এক প্রতিবাদ বার্তায় এড. তৈমূর বলেন, ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের র্যালীতে অহেতুক হামলা ও পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়ের পরবর্তীতে মহামান্য উচ্চ আদালত থেকে আগাম জামিন পাওয়ার পরেও এড. সাখাওয়াত হোসেন খানকে গ্রেফতার করা এক রকম সৃষ্টাচার। তিনি অবিলম্বে মামুন মাহমুদ, এটিএম কামাল, এড. সাখাওয়াত হোসেন খান, রুহুল আমিন, মোহাম্মদ হোসেন কাজল, নুর এলাহী সোহাগ সহ সকল রাজবন্দীর অবিলম্বে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।