বিএনপি নেতা ব্যারিস্টার পারভেজ আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার পারভেজকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

তিনি নারায়ণগঞ্জ-৪ আসন (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি মনির হোসাইন কাসেমীর প্রধান  নির্বাচনী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার সকালে গণসংযোগকালে কাসেমীর ওপর হামলা ও মারধরের ঘটনায় কাসেমীসহ তিনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে আসেন। সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব থেকে বের হলে ফতুল্লা মডেল থানা উপপরিদর্শক (এস আই) এনামুল ও সাফিউল  তাকে আটক করে নিয়ে যান।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রুমন জানান, ব্যারিষ্টার পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত