নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঐক্যফ্রন্ট মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী এমএম আকরাম বিএনপির নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর থানাপুকুর পাড় ও টানবাজার এলাকায় সাধারণ মানুষের কাছে ধানের শীষে ভোট চেয়ে এ গণসংযোগ করে। এসময় তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ, দেলোয়ার হোসেন চুন্নু, জেডিসির মহানগর সভাপতি মোশাররফ হোসেন মাস্টার, ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ শিব্বির আহমেদ, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শওকত আলী লিটন, সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু, মিলন হোসেন প্রমুখ।