বিআরটিসির ১১০ জন চালকের বেতন নেই ১৬মাস !

নারায়ণগঞ্জ বাতা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিআরটিসির নারায়ণগঞ্জ ডিপোর ১১০ জন চালকের বেতন নেই বিগত ১৬ মাস। বকেয়া আদায়ে বিভিন্ন আশ্বাসে সময় পেরিয়ে গেলেও বাস্তবে নেই কোন কার্যকর। এতে দিশেহারা হয়ে অনাহারে ভোগছে তাদের পরিবার। শনিবার (২২ জুন) শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ডিপোর সামনে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেন বিআরটিসি বাস চালকরা।

এসময় বাস চলাচল বন্ধ রেখে সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সকল কাজ বন্ধ রাখে তারা। পরে বিকেলে বিআরটিসি প্রধান কার্যালয়ের ডিজিএম আপারেশন মনিরুজ্জামান বাবুর দেয়া আশ্বাসে আবার কাজে ফিরে যান বাস চালকরা।

ওইসময় বিআরটিসি প্রধান কার্যালয় ডিজিএম আপারেশন মনিরুজ্জামান বাবু শ্রমিকদের আশ্বাস দিয়ে বলেন, রোববার আপনাদের তিন মাসের বেতন দেয়া হবে এবং পরবর্তীতে আপনাদের বাকি বকেয়া বেতন পরিশোধ করা হবে। আপনারা কাজে ফিরে যান। বাস চালকরা বলেন, ডিজিএম স্যার আশ্বস্ত করায় আপাতত আমরা সবাই কাজে ফিরে যাচ্ছি। যদি আগামীকাল বেতন দেয়া না হয় বা কোনো কারচুপি করা হয় তাহলে আবার বিক্ষোভ করবো।

add-content

আরও খবর

পঠিত