নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ নগরীর ২/২৭ ডিআইটিস্থ বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজি:নং-১০৭৪) কার্যালয়ে সাধারন সভার মাধ্যমে সকলের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে সংগঠনের নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মো. এমদাদ হোসেন দিপুকে সভাপতি, মো. জাহাঙ্গীর আলমকে সিনিয়র সহ-সভাপতি ও মো. আতিকুর রহমান সোহেলকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষিত হয়েছে।
কমিটির অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি মো. শামীম মজুমদার, সহ-সভাপতি মো. শফিউদ্দিন (সফি), যুগ্ম সম্পাদক মো. বেলাল হোসেন, যুগ্ম-সম্পাদক মো. আসাদুজ্জামান মনির, সহ-সাধারন সম্পাদক মো. নুরুজ্জামান, প্রধান সাংগঠনিক সম্পাদক মো. কাউসার মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান, কোষাধ্যক্ষ মো. আবুল ফয়েজ, প্রচার সম্পাদক মো. আবুল হোসেন ও দপ্তর সম্পাদক মো. আব্দুল মালেক প্রমুখ। শুক্রবার (১০ মে) কমিটির অনুমোদন হয়েছে।
সভার সভাপতি তার সমাপনী বক্তব্যে নবগঠিত বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজি:নং-১০৭৪) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের স্বার্থে একজোট হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার আহবান জানান। সর্বশেষে তিনি সংগঠনের সর্বময় মঙ্গল এবং সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।