নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পেরাবো গ্রামে বুধবার সকালে উদ্ধোধন করা হয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম মিশরের পিরামিডের আদলে নির্মিত বিশ্বের দ্বিতীয় পিরামিড। পিরামিডটি নির্মান করেন সোনারগাঁয়ে তাজমহলের প্রতিষ্ঠাতা আহসান উল্লাহ মনি। ১৫ জানুয়ারী শুক্রবার সকাল ৯টায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় পিরামিডটি। প্রথম দিনেই পিরামিডটি দেখতে ভীড় করে হাজারো দর্শনার্থী।মিশরের আদলে নির্মিত পিরামিডের ভেতরে রয়েছে প্রায় চারশত বছর পূর্বের ফেরাউনের মমিসহ আরো সাতটি মমি। এছাড়াও রয়েছে পিরামিডের ভেতর অন্ধকার পরিবেশে প্রাচীন যুগের রাজা রানীদের ব্যবহৃত পোশাক, অলংকার ও তৈজসপত্র ও সে সময়ে রাজাদের যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন উপকরন। ঢাকা থেকে ২০ কিলোমিটার দুরত্ব ঈশাখাঁর প্রাচীন রাজধানী সোনারগাঁ। গুলিস্থান স্টেডিয়ামের সামনে ঢাকা-মেঘনা বাস কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে চলে আসুন মদনপুরে। মদনপুর থেকে এশিয়ান হাইওয়ের ঢাকা বাইপাস সড়ক দিয়ে তিন কিলোমিটার পথ অতিক্রম করলেই পেরাবো গ্রাম যেখানে রয়েছে আগ্রার তাজমহলের আদলে নির্মিত বাংলার তাজমহল। তার পার্শ্বেই নবনির্মিত হয়েছে মিশরের আদলে নির্মিত পিরামিড। বাংলাদেশের পিরামিডের প্রতিষ্ঠাতা চলচিত্র নির্মাতা আহসান উল্লাহ মনি বলেন, আমি প্রথমে মিশরে গিয়ে পিরামিড দেখে মুগ্ধ হয়ে বাংলাদেশে পিরামিড নির্মাণের পরিকল্পনা করি। পরবর্তীতে মিশরের পিরামিডের আদলেই বাংলাদেশে পিরামিড নির্মান করেছি। তিনি আরো জানান, পিরামিডের ভেতরে রাখা মমিগুলো মিশর থেকে আনা হয়েছে। যা দেখে দেশী ও বিদেশী পর্যটকরা দেখে মুগ্ধ হবেন।