বন্দরে স্মার্টকার্ড বিতরণের হটকারী সিদ্ধান্তে ওয়ার্ডবাসী অসন্তোষ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে স্মাট কার্ড বিতরণের হটকারী সিদ্ধান্ত নেয়ায় অসন্তোষ প্রকাশ করেছে ওয়ার্ডবাসী। বন্দর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় কর্তৃক এক বিজ্ঞপ্তিতে আগামী ২২জুলাই থেকে ১২অক্টোবর পর্যন্ত বন্দর উপজেলার  পাঁচটি ইউনিয়ন পরিষদ এবং নয়টি ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে বলে প্রকাশ করা হয়।

এলাকাবাসীর দাবী দীর্ঘদিনের নাগরিক প্রত্যাশা ডিজিটাল বাংলাদেশের উন্নত ছোঁয়া বন্দরবাসী পেতে যাচ্ছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো প্রতিটি ওয়ার্ড বা ইউনিয়ন পরিষদের ভোটারদের কার্ডগুলো নিজ ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্ঠান বা কোন সরকারী কার্যালয় থেকে সংগ্রহ করার নিয়ম থাকা সত্ত্বেও, বন্দর উপজেলার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪নং ওয়ার্ডের জনগণ তাদের নিজ ওয়ার্ডের বাহিরে ২৩নং হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে আগামী ০১অক্টোবর সংগ্রহ করতে বলা হয়েছে। যার দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থা খুবই কষ্টদায়ক এবং ব্যয়বহুল।

আর উক্ত ওয়ার্ডের বৃদ্ধ, প্রতিবন্ধী, দিনমজুর, শিক্ষকগণ মনে করছেন এটা আমাদের দুর্ভোগ যা জনপ্রতিনিধি এবং উপজেলা নির্বাচন অফিসারের ব্যর্থতা যার ফলে এলাকাবাসী ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বক্তারকান্দীর মঞ্জুর মোর্শেদ সুমন তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ডিজিটাল সেবা নিশ্চিত কল্পে এনআইডি স্মার্ট কার্ড বিতরণে ২৪নং ওয়ার্ডের পরিবর্তে ২৩নং ওয়ার্ডের হাজী সিরাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বিতরণ করার যে উদ্যোগ নেয়া হয়েছে তা কোনো ভাবেই গ্রহনযোগ্য নয়।

বন্দর নাগরিক কমিটির সাধারণ স¤পাদক কবি এরশাদুল কবির সোহেল  জানান, উপজেলা নির্বাচন কমিশন কিসের স্বার্থে বা কার ইন্ধনে নাগরিক হয়রানীমূলক সিদ্ধান্ত নেয় তা আমাদের বোধগম্য নয়। একটি ওয়ার্ডে নানা শ্রেণীপেশা কিংবা দুস্থ্য,অসুস্থ্য,প্রতিবন্ধী,কর্মব্যস্ত জনগণ বসবাস করেন। তাদের সঠিক সেবা ও সহযোগীতা করা প্রতিটি প্রজাতন্ত্রের অফিস সমুহের নৈতিক দায়িত্ব।

তিনি আরো জানান, বন্দর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় কর্তৃপক্ষ ২৪নং ওয়ার্ডের জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড ২৪নং ওয়ার্ড থেকেই বিতরণের ব্যবস্থা নিলে জন সাধারণ সুফল পাবে বলে তিনি মনে করেন।

add-content

আরও খবর

পঠিত