নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে পুলিশ সদস্য মোঃ ফজলুল হক(৬৮) আর নেই। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন। মঙ্গলবার রাত ২টা ১৫ মিনিটে বার্ধক্য জনিত কারনে আক্রান্ত হয়ে তিনি নারায়ণগঞ্জ ইসলামিক র্হাট ফাউন্ডেশন হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে ও ১ মেয়েসহ বহু অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মরহুমার নামাজের জানাযা বাদ জোহর কলাগাছিয়া নিশন জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এরপর তাকে রাষ্ট্রীয়্র মর্যাদায় মোহনপুরস্থ জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয়। পুলিশ সদস্য ফজলুল হকের মৃত্যুতে তার জানাযায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজিদুর রহমান ও বন্দর থানার অফিসার ইনর্চাজ আবুল কালামসহ বন্দর থানায় র্কমরত পুলিশ সদস্যবৃন্দ।
জানাযার পূর্বে মরহুমের কফিনে পুলিশ কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পন করেন। দাফন শেষে তারা পুলিশ সদস্য মোঃ ফজলুল হক মিয়ার নিশংস্থ হাজী রহমত উল্ল্যাহ মিয়ার ভাড়া বাড়ীতে গিয়ে মরহুমের স্ত্রী ও ছেলে-মেয়েদের সান্তনা প্রদান করেন ও বন্দর থানা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন।
জানাযা নামাজের পূর্বে বন্দর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম মরহুমের উদ্দেশ্যে সান্ত্যনামুলক বক্তব্য রাখতে গিয়ে বলেন, মানুষ এ নশ^র পৃথিবীতে সারাজীবন বেচে থাকে না। তাকে একদিন মৃত্যু স্বাধ গ্রহন করতে হবেই। নির্দিষ্ট সময়ে এ পথে আমাদেও সকলেরই চলে যেতে হবে। সুতরাং আমাদেও উচিৎ পরকালের কথা ভেবে ৫ ওয়াক্ত নামায ও বেশি বেশি এবাদত বন্দেগী করা। আমি মরহুম পুলিশ সদস্য মোঃ ফজলুল হকের আত্বার মাগফেরাতসহ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।