বন্দরে জাতীয় বিদ্যুৎ-জ্বালানী সপ্তাহ র‌্যালী ও সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের আয়োজনে অত্যন্ত উৎসব মূখর পরিবেশে বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টায় বন্দর ফরাজীকান্দা সড়ক থেকে র‌্যালীটি বিভিন্ন সড়কে শোভাবর্ধণ করে বন্দর উপজেলা চত্বরে এসে মিলিত হয়। পরে সকাল সাড়ে ৯টায় বন্দর উপজেলা বিআরডিবি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী। বন্দর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খানের সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির এরিয়া পরিচালক তানজিন আহমেদ,বন্দর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ফারুক আহমেদ,বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌস আরা বেগম, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহসভাপতি তানজিল আহমেদ, এজিএম কম আরিফুল হক, সোলেমান, বিএস সরোয়ার্দী, পিইউসি আউলাদ হোসেন, ওয়ারিং ইন্সপেক্টর জাকির হোসেন,হিসাব রক্ষক মোস্তাক আহমেদ, জুনিয়র ইঞ্জিনিয়ার আবুল বাশার, পরিমল কুমার বিশ্বাস, বন্দর থানা আওয়ামী লীগ নেতা শাহজাহান মোল্লা, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নাজমুল, বন্দর থানা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আরিফ, যুবলীগনেতা ছামসুল হাসান প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত