বন্দরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের বন্দর জোনের উদ্যোগে -শরিয়াহ্ সচেতনতা- শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর সোমবার বিকালে বন্দর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন খান সবুজ মিয়ার বিল্ডিংয়ের ৩য় তলায় আল আরাফাহ ব্যাংকে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক ঢাকা সাউথ জুনের এসভিসি ও জোনাল হেড মোহাম্মদ আব্দুর রব মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রব মিয়া বলেন, শরিয়াহ্ নীতিমালা পরিপালন আল-আরাফাহ ইসলামী ব্যাংকিংয়ের প্রাণ। ইসলামী ব্যাংকের সব কার্যক্রমে শতভাগ শরিয়াহ্ পরিপালন নিশ্চিত করতে হবে। তিনি ব্যাংকার-গ্রাহক নির্বিশেষে সবার প্রতি শরিয়াহ্ পরিপালনে অধিক মনোযোগী হবার উদাত্ত আহবান জানান।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক বন্দর শাখা জুনের এভিপি ও ব্যবস্থাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভিপি আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসোর্স ইন্সষ্টিউট তৌহিদ ছিদ্দিকী, নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহাবুব রহমান,ঢাকা হেড জুনের এফএভিপি সাইফুদ্দিন শিকদার, ঢাকা হেড জুনের এভিপি আবু বকর ছিদ্দিক, বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ছিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আউয়ুব আলী।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া, বন্দর কলাবাগ জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব রিয়াজুল হক মজুমদার, কামাল হোসেন, সালাউদ্দিন প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত