নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী ইব্রাহীম আলমচান স্কুল এন্ড কলেজ সরকারিকরণ করায় আনন্দ র্য্যালী করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ও গভর্নিং বডির সদস্যবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের সদস্য সচিব আহম্মদ হালিম মজহারের নেতৃত্বে র্য্যালিটি বিদ্যালয়ের প্রধাণ ফটক থেকে শুরু করে বন্দর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলমচান স্কুল এন্ড কলেজের মাঠে এসে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হাজী ইব্রাহীম আলমচান স্কুল এন্ড কলেজ গভনিং বডির অন্যতম সদস্য রবিউল আউয়াল রবি, শিক্ষক প্রতিনিধি আশরাফ উজ্জামান, সিনিয়র শিক্ষক, বিপুল চন্দ্র কীত্তনীয়া, সুমন মিয়া,আলমগীর হোসেন, আল-আমিন, নেয়ামত উল্লাহ, পিটন কুমার ভৌমিক, বছির উদ্দিন আহমদ,মিজানুর রহমান, আরিফুন নাহার রুজি,সুলতান বীন আরেফিন, রুহুল আমিন মোল্লা, সাইফুল ইসলাম বাদল প্রমূখ।
পরিশেষে বিদ্যালয়ের গভর্নিংবডির পক্ষ থেকে সর্বকালে শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও সু-স্বাস্থ্য কামনা করা হয়।