নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে চাঁদা না দেয়ায় চাঁদাবাজদের ছুরিকাঘাতে নিহত অটোবাইক চালক শফিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ আনার পর জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির হোসেন (৪৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত কবির হোসেন ওই এলাকার শাহজাহান মাতববরের ছেলে।
শনিবার সন্ধ্যায় লাইসার গ্রামে শফিকুলকে চাঁদা না পেয়ে ছুরিকাঘাত করেছিল চাঁদবাজরা । সোমবার বিকালে ঢামেক হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।
এলাকাবাসী জানান, বন্দর উপজেলার লাউসার গ্রামের জনসাধারনের চলাচলের জন্য মদনপুর পর্যন্ত প্রায় ৭০টি অটোবাইক চলাচল করে থাকে। এর ধারাবাহিকতায় শফিকুল ইসলাম ও তার ছেলে রাসেল পিতা ও পুত্র দুইজনই অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ওই গ্রামে চলাচলরত অটোবাইক থেকে একই গ্রামের আলী আকবরের ছেলে উজ্জলসহ একটি সিন্ডেকেট প্রতিদিন ৫০ টাকা চাঁদা আদায় করে। একদিনের চাঁদার টাকা পরিশোধ না করায় শনিবার সন্ধ্যায় শফিকুল ইসলামের ছেলে রাসেলকে উজ্জল ও তার সহযোগীরা তুলে নিয়ে মারধর করে।
ছেলেকে তুলে নিয়ে মারধরের খবর পেয়ে ছুটে যায় পিতা শফিকুল ইসলাম। এসময় শফিকুল তার ছেলেকে মারধরের প্রতিবাদ করেন। এতে উজ্জল ক্ষিপ্ত হয়ে তার সহযোগীরা এলোপাথারি ভাবে পিতা শফিকুলকে ছুরিকাঘাত করে। পরে শফিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দুই দিন আইসিওতে লাইফসাফটে থাকার পর সোমবার বিকালে তিনি মারা যায়। ময়না তদন্ত সম্পন্ন ও সুরহতাল রিপোর্ট তৈরী শেষে মঙ্গলবার বিকালে তার নিজ বাড়িতে লাশ আনার পর দাফন করা হয়। জানাযা শেষে একই গ্রামের শাহজাহান মাতববরের ছেলে কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।