বদলগাছীতে নদীর পার কেটে ইট ভাটায় মাটি বিক্রি, ভেঙ্গে পড়ছে ফসলি জমি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ সংবাদ দাতা ) :  নওগাঁর বদলগাছী উপজেলার পারসোমবাড়ী হাটের দক্ষিন পার্শ্বে ছোট যমুনা নদীর পার কেটে ইট ভাটায় মাটি বিক্রির অভিযোগ উঠেছে। গভীর করে মাটি কর্তন করায় ফসলি জমি ভেঙ্গে পড়েছে। এছাড়া প্রায় অর্ধশতাধিক বিঘা জমি হুমকীর সম্মুখীন হয়ে পড়েছে।

এলাকাবাসী জানায়, ভগবানপুর গ্রামের শেখর ছোট যমুনা নদীর  পারসোমবাড়ী এলাকার বালু মহল সাবলীজ নিয়ে বাজারের দক্ষিন পার্শ্বে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করেছে। সেই সাথে নদীর পার কেটে ইট ভাটায় মাটি বিক্রি করছে। পাশেই আলু ফসলের জমি ভেঙ্গে পড়ছে।  এখানে মাটি উত্তোলনের ফলে প্রায় অর্ধশতাধীক জমি হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।

এলাকাবাসী আরো জানায়, ইতোপূর্বে নদীর ভাঙ্গন থেকে পারসোমবাড়ী হাট রক্ষায় ছোট যমুনার সামান্য অংশ নদীর আকৃতি পরিবর্তন করতে গিয়ে পার্শ্ববর্তী  ইদ্রাকপুরে মারাত্বক ভাঙ্গন দেখা দেয় এবং কয়েক দিনের মধ্যে প্রায় ৩ শতাধিক ফসলি জমি নদীর ভাংগনে বিলিন হয়ে যায়। অনেকে সর্বস্ব হারিয়ে পথে বসেছে নদীর ভাঙ্গনে। পারসোমবাড়ী হাটের দক্ষিন পার্শ্বে নদীর পার থেকে মাটি ইট ভাটায় বিক্রি করায় ফসলি ভিটা জমি ভেঙ্গে পড়েছে।

চকগোপাল গ্রামের ছায়েদ আলী বলেন, সে মসজিদের ওয়াকফা জমি বর্গা নিয়ে আলু চাষ করেছে। অবৈধ ভাবে নদীর পার কাটাই তার আলু ফসল ভেঙ্গে পড়েছে। সে বাধাঁ দিয়ে ঠেকাতে পারেনি।

মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জানায়, সে খাস জমি লিজ নিয়ে চাষাবাদ করে। সেই জমি কেটে মাটি বিক্রি করছে শেখর। তার জমি বাশের বেড়া ও খুটি দিয়ে ঘিরে রাখলেও বেড়া তুলে ফেলে দিয়ে মাটি কর্তন করে। তিনি ইউএনও এবং ওসির কাছে আবেদন করে কোন ফল পায়নি।

এ বিষয়ে সাবলীজ গ্রহীতা শেখর এর সাথে মোবাইল ফোনে কথা বললে  তিনি জানান, মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সে জমি চাষ করছে তা নদীর মধ্যে, তাই মাটি কাটছেন। তাছাড়া মুক্তিযোদ্ধাকে টাকা দেওয়া হয়েছে ১০ হাজার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ জানান, বালু মহল লীজ নিয়ে কেউ যদি নদীর পার কাটে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

add-content

আরও খবর

পঠিত