বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে হো‌সিয়ারী এ‌সো‌. এর উদ্যোগে কোরআন খতম ও দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের ব‌্যাবস্থাপনায় প‌বিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দিনব‌্যাপী নগরীর ৬নং সণাতন পাল লেনস্থ হো‌সিয়ারী ক্লাব ভব‌নে দিনব‌্যাপী প‌বিত্র কোরআন খতম এবং বাদ আসর মিলাদ ও দোয়া মাহ‌ফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহ‌ফি‌লে জা‌তির জন‌ক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও তার প‌রিবা‌রের সকল শহীদ সদস‌্যদের রু‌হের মাগ‌ফিরাত কামনা এবং বঙ্গবন্ধু কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ না‌সিম ওসমা‌নের রু‌হের মাগ‌ফিরাত কামনাসহ নারায়ণগঞ্জ-৫ আস‌নের বর্তমান সাংসদ সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এবং তা‌দের প‌রিবা‌রের সকল সদস‌্যদের সুস্বাস্থ্য কামনা ক‌রে দোয়া করা হয়। এছাড়া বর্তমান সময়ে সারা বি‌শ্বে মহামা‌রি আকা‌রে ছ‌ড়ি‌য়ে পরা ক‌রোনা ভাইরাস থে‌কে রক্ষা পে‌তে মহান আল্লাহর দরবা‌রে বি‌শেষভা‌বে দোয়া করা হয়।

বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি শেখ নাজমুল আলম সজ‌লের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত মিলাদ ও দোয়া মাহ‌ফি‌লে আরো উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ এ‌সো‌সি‌য়েশ‌নের সহ সভপতি (‌জেনা‌রেল) মো. ক‌বির হো‌সেন, সহ সভাপ‌তি (এ‌সো‌সি‌য়েট) সাঈদ আহ‌মেদ স্বপন, প‌রিচালক (‌জেনা‌রেল), মো. মোজা‌ম্মেল হক, প‌রিচালক (‌জেনা‌রেল) আলহাজ্ব আবদুল হাই, প‌রিচালক (‌জেনা‌রেল) আলহাজ্ব মো. ম‌নির হো‌সেন, প‌রিচালক (‌জেনা‌রেল) বাবু বৈদ‌্যনাথ পোদ্দার, প‌রিচালক (‌জেনা‌রেল) মো. সাখাওয়াত হো‌সেন সুমন, প‌রিচালক (‌জেনা‌রেল) আবুল বাশার বা‌সেত, প‌রিচালক (এ‌সো‌সি‌য়েট) আলহাজ্ব আতাউর রহমান, সা‌বেক প‌রিচালক (‌জেনা‌রেল) বাবু সুশান্ত পাল চৌধুরী সহ হো‌সিয়ারী ব‌্যাবসায়ী ও শ্রমিকবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত