বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ চারুশিল্পীর ছবি আঁকার আয়োজন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট মাঠে (বঙ্গবন্ধুকে জানো) শিরোনামে দেশের খ্যাতিমান ১০০ চারুশিল্পীর অংশগ্রহণে বঙ্গবন্ধুকে নিয়ে ছবি আঁকার আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সাতদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার দুপুরে ছবি আঁকার এই আয়োজনের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

এ সময় উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ চারুকলা ইনিস্টিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জানান, বঙ্গবন্ধু সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানানোর জন্যই বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ পালন উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে এই ছবি আঁকার আয়োজন।

তিনি বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হলে তার উপর লেখা বই বেশি বেশি পড়তে হবে। এর কোনো বিকল্প নেই। সন্তানদের বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ করতে অভিভাবকদেরও অনুপ্রেরণা দিতে হবে।

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এবং বাংলাদেশে চারু ও কারুশিল্পী সংগ্রাম পরিষদের শিল্পীরা ছবি আঁকায় অংশ নেন।

add-content

আরও খবর

পঠিত