নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ফের ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ২৬ সেপ্টেম্বর শনিবার বেলা পৌনে ১১টার দিকে শহরের উকিলপাড়া এলাকায় ঢাকাগামী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এতে কোন হতাহত কিংবা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ স্টেশন ছেড়ে যায় ঢাকাগামী ট্রেনটি। পথে উকিলপাড়া এলাকায় ট্রেনের একটির বগির চাকা লাইনচ্যুত হয়ে পড়লে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি আরো বলেন, চাকা লাইনচ্যুত হলেও কোন হতাহত হয়নি। উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার করবে। অনেক সময়ের ব্যাপার, সারাদিন এমনকি রাতও লাগতে পারে। তাঁরা এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করলে রেল যোগাযোগ আবার শুরু হব।
প্রসঙ্গত, এর আগে গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ট্রেনের চারটির বগির আটটি চাকা লাইনচ্যুত হলে ১৩ ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে যোগাযোগ বন্ধ থাকে। উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার ও ফিড চালু করলে ওই দিন রাত দুইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।