নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে ফুটপাত দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধণ করা হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) সকাল ১১টায় শহরের বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন উকিলপাড়ায় গ্রামীণ মিষ্টান্ন ভান্ডারের সামনে ফুটপাত অবমুক্ত করে সৌন্দর্যবর্ধণ গাছের চারা রোপন করেন নারায়নগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও নাসিক ১৩, ১৪, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।
শারমিন হাবিব বিন্নি বলেন, নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে মেয়র অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই ফুটপাত নগরবাসীর স্বাচ্ছন্দে চলাচলের জন্য নির্মিত। কেউ অবৈধভাবে ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বিঘœ ঘটালে তা বরদাস্ত করা হবে না। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।