ফিফার আমন্ত্রণে স্পেনে যাচ্ছে না.গঞ্জের নিপু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিশ্ব ফুটবল সংস্থা ফিফার আমন্ত্রণে সোমবার (২৭ মে)স্পেনে যাচ্ছে নারায়ণগঞ্জের ইসদাইর এলাকার ক্ষুদে ফুটবলার জাহিদ হাসান নিপু। বাংলাদেশে অনুর্ধ্ব ১২ দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন সে। রবিবার (২৬ মে) নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিরল মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তার নিজ কার্যালয়ে এনে নিপুকে শুভেচ্ছা জানান। স্পেনে গিয়ে ভালো পারফম্যান্স এবং দেশে ফিরে নারায়ণগঞ্জের মুখ উজ্জ্বল করবে এমন প্রত্যাশা রাখেন তিনি।

জাহিদ হাসান নিপু ইসদাইর এলাকার ক্ষুদ্র ব্যাবসায়ী মো. সেলিম হোসেনের ছেলে। সে বর্তমানে রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র। নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর কোচ দোলনের কাছে ফুটবলের প্রশিক্ষণ নিয়েছেন। নিপুর বাবা সেলিম তার ছেলের সাফল্য কামনায় সকলের দোয়া চেয়েছেন।

add-content

আরও খবর

পঠিত