ফতুল্লা যুবলীগের পক্ষে শাহ নিজাম‌কে ফুলের শু‌ভেচ্ছা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : একাদশ জাতীয় সংসদ র্নিবাচ‌নে নিরলশ প‌রিশ্রম ক‌রে নারায়ণগঞ্জ- ৪  আস‌নে এ‌কেএম শামীম ওসমান‌কে বিপুল ভো‌টে   বিজয়ী  করায়  মহানগর আওয়ামী  লী‌গের যুগ্ম সম্পাদক শাহ নিজাম‌কে ফুলের শু‌ভেচ্ছা  জা‌নি‌য়ে‌ছে ফতুল্লা যুবলীগের নেতাকর্মীরা। বুধবার (২ জানুয়ারি) ফুল দিয়ে এ শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, আব্দুল  গাফ্ফার, মো. আশরাফ আহ‌মেদ, খ‌লিলুর  রহমান, রা‌সেদ মাদবর, খাজা মাইনু‌দ্দিন, আ‌মির  হো‌সেন, জ‌হির, আ‌মির মাদবর,  নিজাম প্রধান  প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত