নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফতুল্লা প্রেস ক্লাবে বিজয়ের কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে সভার শুরুতে ৭১ সালের বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে দেয়া করা হয়। এসময় নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের কবি, ছড়াকাররা বীর শহীদদের স্মরণ কওে আলোচনায় অংশ নেয় এবং স্বরচিত লেখা পাঠ করেন।
বিজয়ের কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানের ক্লাবের সভাপতি এম সামাদ মতিনের সভাপতিত্বে এবংসাধারন সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি এস এ শামীম।
এসময় বক্তব্য ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এ আর মিলন সহ-সভাপতি এ. মশিউর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম লিটন, সাবেক সহ-সভাপতি সেলিম মুন্সি, রুহুল আমীন প্রধান, প্রচার সম্পাদক জি এ রাজু, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক রফিক হাসান, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মো. মাসুম, সদস্য পিয়ার চাঁন।
লেখাপাঠ ও আলোচনায় অংশ নেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কবি রনজিৎ মোদক, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, শেখ মো. সেলিম, ছড়াকার নজরুল ইসলাম শান্তু, কবি জাহাঙ্গীর ডালিম, কবি মো. আলাল, ছড়াকার চাঁন মিয়া চান্দু, বদরুল আলম, কবি আহমেদ রউফ, কবি হারুন অর রশিদ সাগর, কবি সাদ্দাম মোহাম্মদ, কবি ইকবাল হাসান রোমেছ, কবি মোস্তফা কামাল সোহাগ, কবি সুমন সরকার প্রমুখ।