নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লা মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আসলাম হোসেন। সোমবার (১ এপ্রিল) রাতে ফতুল্লা থানায় যোগদান করেন। এদিকে সাবেক ওসি মঞ্জুর কাদের রাত ১০ টায় বিদায় নিয়েছেন। বিদায়ী অনুষ্ঠানে থানার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নতুন ওসি আসলাম হোসেন সিরাজগঞ্জের কাজীপাড়ায় জন্মগ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করেন। পুলিশের আউট সাইড ক্যাডেট হিসেবে ১৯৯৭ সালের ১লা জানুয়ারী যোগদান করেন। সম্প্রতি তিনি জামালপুর জেলার ইসলামপুর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জামালপুরের ইসলামপুর থানা থেকে তিনি ফতুল্লা মডেল থানায় যোগদান করেন।