ফতুল্লায় ৬শ পিস ইয়াবাসহ নাদিম নামে এক ইয়াবা বিক্রেতা আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : মাদকে ভাসছে নারায়ণগঞ্জ এই শব্দটি নারায়ণগঞ্জবাসীরা আর শুনতে চায় না। চায় না কোন সন্তান মাদক বিক্রেতা ও সেবী হয়ে উঠুক। এই অবস্থা থেকে পরিত্রান চায় নারায়ণগঞ্জবাসী। সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় প্রশাসনও তৎপর হয়ে উঠছে। ২১ মার্চ বৃহস্পতিবার বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাড়াশি অভিযানে নাদিম নামের এক চিহ্নিত ইয়াবা বিক্রেতাকে ৬শ পিস ইয়াবাসহ ফতুল্লা থেকে আটক করা হয়েছে।

লিখিত বিবরনে জানা যায়, ফতুল্লা মডেল থানাধীন দাপা ইদ্রাকপুর খাঁ বাড়ি এলাকায় জনৈক নাসির ও তার ছেলে নাদিম দীর্ঘদিন যাবৎ ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলম  এর নেতৃত্বে সাড়াশি অভিযান চালিয়ে নাদিমকে ইয়াবাসহ  হাতে নাতে আটক করা হয়। নাদিমের প্যান্টের পকেটে রক্ষিত লালচে বর্ণের মিথাইল অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট ২শ পিস এবং নাদিমের স্বীকারোক্তি অনুযায়ী বসত ঘরে তল্লাশি করে আরো ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নাদিম আটক হলেও তার পিতা নাসির খা (৪৭) কে আটক করা সম্ভব হয়নি।

এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের ইন্সপেক্টর ওবায়দুল কাদের মাদক বিক্রেতা নাদিমকে আটক করে ফতুল্লা মডেল থানায় নাদিম ও তার পিতা নাসিরকে পলাতক দেখিয়ে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন। মামলা নং-৭৩।

এই ব্যাপারে এডি মোহাম্মদ সামছুল আলম মুঠোফোনে জানান, আমাদের নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক বিক্রেতা ও সেবীদের কোন ছাড় দেয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে। এজন্য গ্রামবাসী ও সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তারা সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে আশা করি -মাদকে ভাসছে নারায়ণগঞ্জ- এই কথাটি আর শুনতে হবে না।

add-content

আরও খবর

পঠিত