নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : প্রাথমিক বিদ্যালয়ে শিশুর ঝরে পড়া রোধ করব আলোকিত বাংলাদেশ গড়ব এলজিএসপি-৩ কর্মসূচীর আওতায় ফতুল্লা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সদর উপজেলাধীন ফতুল্লা ইউনিয়নের ৪টি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্কুল বেঞ্চ বিতরণ করেন। ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১১টায় ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বেঞ্চ বিতরণ করা হয়।
ফতুল্লা ইউনিয়নের ৪টি প্রাথমিক বিদ্যালয়ে ৪৪ জোড়া ছোট-বড় বেঞ্চ বিতরণ করা হয়েছে। উপজেলার ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ করা হলো। ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সামিনা নারগিস।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক, সাধারণ সম্পাদক কাজী আনিসুর রহমান, ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা সুলতানা, টাচ্স্টোন এডুকেশনাল হোমের অধ্যক্ষ সেলিনা সুলতানা, হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন শিকদার, সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মান্নান, কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম, ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য তানজু হাসান, মীর ফয়সাল আলী, রোমানা সিদ্দিক, মাহাবুবুর রহমান খোকা ও অন্যান্য সকল শিক্ষকবৃন্দ।